ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস বদলাতে মাঠে নেমেছে বাংলাদেশ

0
28

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে গেছে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ তিন-তিনবার ফাইনাল খেলা মহা শক্তিধর ইংল্যান্ড। যাদের বিপক্ষে কখনো জয়ের রেকর্ড নেই বাঘিনীদের।

শনিবার শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ইতোমধ্যে হয়েছে টস। যেখানে টসে হেরে আগে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা। একাদশে আছে এক পরিবর্তন। মুর্শিদার বদলে ফিরেছেন দিলারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক দশকের জয়খরা আগের ম্যাচেই কাটিয়েছে বাংলাদেশ। হারায় স্কটিশ নারীদের। এবার ইংলিশদের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করতে পারলে খুলে যেতে পারে সেমিফাইনালের দুয়ার।

যদিও তা মোটেও সহজ হবে না। ছয় বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামা টাইগ্রেসরা এর আগে তিনবার দেখা হলেও জিততে পারেনি কখনো। জয় নেই থ্রি লায়ন্সদের বিপক্ষে কোনো ফরম্যাটই।

এবার অবশ্য সেই পরিসংখ্যান খুব করেই বদলাতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, সাথি রাণি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here