সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দিল বিসিবি

0
12

নেপালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশের মেয়েরা। এমন অর্জনের পর গতকাল ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ীরা। ছাদখোলা বাসে ঢাকা শহরের রাস্তায় আনন্দ উদযাপন করেছে মেয়েরা। এমন দিনে তাদের আনন্দ বাড়িয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। যেখানে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদযাপনে বিসিবিও যোগ দিচ্ছে।’
বিসিবি সভাপতি যোগ করেন, ‘তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’
এ অর্জন খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াবে বলে বিশ্বাস ফারুক আহমেদের, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here