অস্ট্রেলিয়া বধে পাকিস্তানের একাদশে ৫ পেসার

0
25

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান। ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়। যেই ম্যাচ দিয়ে পাকিস্তানে শুরু হবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অধ্যায়। আর সেই অধ্যায়ের প্রথমেই বড় চমক দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে জায়গা হয়েছে ৫ পেসারের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হওয়া এ ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন তিন অভিজ্ঞ তারকা- শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও তরুণ মোহাম্মদ হাসনাইন।
পাকিস্তানের মতো একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজ দিয়েই বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলি আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট শর্ট, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here