এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) ’আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন’- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া গেছে।
এক বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলের ডিয়াসপোরা অ্যাফেয়ার্স এবং কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম এই জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, আমেরিকান-ইহুদিদের ৩৬.৭ শতাংশ কিশোর ওই বক্তব্যের (‘আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন’) সাথে হয় ’একমত’ কিংবা ‘প্রবলভাবে একমত’ বলে জানিয়েছে। ইসরাইলি মিডিয়া বৃহস্পতিবার এই জরিপের ফলাফল প্রকাশ করে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদিদের মাত্র ৭ শতাংশ ওই বক্তব্যের সাথে একমত প্রকাশ করেছে।
আরো তাৎপর্যপূর্ণ তথ্য হলো, আরো বেশি সংখ্যক তথা আমেরিকান-ইহুদি কিশোরদের ৪১.৩ ভাগ একমত যে গাজায় ইসরাইল ‘গণহত্যা চালাচ্ছে’ বলে প্রচারিত বক্তব্যের সাথে একমত। অথচ যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী মাত্র ১০ শতাংশ ইহুদি কিশোর এই বক্তব্যের সাথে একমত।
আর বিপুল সংখ্যাগরিষ্ঠ, তথা ৬৬ শতাংশ জানিয়েছে, তারা সার্বিকভাবে ফিলিস্তিনি জনসাধারণের সাথে সহানুভূতিসম্পন্ন।
আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জরিপে দেখা গেছে, তাদের বিপুল সংখ্যক ইসরাইলপন্থী বক্তব্যের সাথেও একমত। ৬২ শতাংশ আমেরিকান-ইহুদি কিশোর জানিয়েছে, তারা নিজেদেরকে জায়নবাদী মনে করে। আর ৮৪ শতাংশ জানিয়েছে, তারা বিশ্বাস করে যে ইসরাইলের ‘ইহুদি রাষ্ট্র হিসেবে অস্তিত্বশীল থাকার অধিকার রয়েছে।’
সূত্র : মিডল ইস্ট আই