এশিয়া কাপ বিজয়ী দলকে ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

0
11

দুবাইয়ে কাল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। যুবাদের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর আগে গতকাল এক শুভেচ্ছা বার্তায় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনালে বাংলাদেশ ৫৯ রানে হারিয়েছে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here