মিসরকে ইসরাইলি বন্দীদের তালিকা দিলো হামাস

0
15

ইসরাইল ও হামাসের মাঝে অনানুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির অগ্রগতির আভাস পাওয়া গেছে। হামাস এরই মধ্যে মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে বন্দীদের একটি তালিকাও পেশ করেছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন যে উভয় পক্ষের মাঝে অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে এবং তাতে অগ্রগতিও হচ্ছে। এভাবে অনানুষ্ঠানিকভাবেই আগে একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুতের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার লন্ডনভিত্তিক কাতারি সংবাদমাধ্যম আল আরাবি আল জাজিদের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস মিসরীয় পক্ষকে একটি প্রাথমিক খসড়া দিয়েছে। বন্দীবিনিময় চুক্তিতে যাদের মুক্তি দেয়া সম্ভব, তাদের তালিকা সেখানে দেয়া হয়েছে।

সূত্রটি জানিয়েছে, ওই তালিকায় চার মার্কিন বন্দীর নাম রয়েছে। এছাড়া তালিকায় কিছু বয়োবৃদ্ধ ও অসুস্থ বন্দীদেরও নাম দেয়া হয়েছে।

আল আরাবি আল জাদিদ জানিয়েছে, ওই তালিকার সাথে হামাস আরেকটি তালিকা পেশ করেছে। সেখানে বন্দীবিনিময় চুক্তিতে হামাস যাদের মুক্তি চায়, তাদের নাম জানানো হয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here