অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা

0
17

মুম্বাইয়ে অনুষ্ঠিত বলিউড কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ উদযাপনে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরেন অভিনেত্রী রেখা। এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
বিগ বি অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক একসময় বলিউডে আলোড়ন তুলেছিল। বিয়ের পরও অমিতাভের সঙ্গে রেখার প্রেমের সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। যে কারণে অনুষ্ঠানে অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরার সেই মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও নানা রকম মন্তব্য করেছেন। যাদের অধিকাংশেরই প্রশ্নÑ তাহলে কি এখনো অমিতাভকে ভুলতে পারেননি রেখা?
ঐতিহাসিক এ অনুষ্ঠানে রেখাকে রাজ কাপুরের একটি পোস্টারের দিকে আবেগভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। পোস্টারটি দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় অভিনেত্রীর চোখে জলে ভিজে ওঠে।
পিভিআর ইনক্স ও ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে রাজ কাপুরের জনপ্রিয় সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে, যার মধ্যে আওয়ারা, শ্রী ৪২০ এবং মেরা নাম জোকার উল্লেখযোগ্য। তিন দিনের এ আয়োজন ভারতের ৪০টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বলিউডের বড় বড় তারকারাও অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here