যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে ‘পাগলামি’ বললেন ট্রাম্প

0
13

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে ঘটনাকে পাগলামি বললেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়। ধার করা অস্ত্র-অর্থ দিয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামি।
বিশ্ব খ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের-২০২৪ সালের বর্ষ সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর টাইমের সাথে এক সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্সসেরা ব্যডক্ত নির্বাচিত হওয়ার পর এই সাক্ষাতকার ছাপা হয়।
ট্রাম্প বলেছেন, ‘যা ঘটেছে বা এখনো ঘটছে, তা পাগলামি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এই যুদ্ধে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এটা আর চলতে দেওয়া যায় না।’
ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার সময়ে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। যদিও এই ইঙ্গিত তিনি আগে থেকেই দিয়ে আসছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন এ সিদ্ধান্ত নেন।
ট্রাম্প জানান, প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত অবসান চান। তিনি টাইমকে বলেছেন, সাহায্য করার তার একটি দারুণ পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি সেটা এখন ফাঁস করেন, তবে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here