আসাদকে হটানো বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

0
12

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøঙ্কেন এ তথ্য জানিয়েছেন।
জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন অ্যান্থনি বিøঙ্কেন।
তিনি বলেন, ‘আমরা এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি।’ তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কীভাবে হলো, তা সুনির্দিষ্ট করেননি তিনি।
সিরিয়ায় ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগের কথা বিøঙ্কেন এমন সময় জানালেন, যখন প্রায় ১২ বছর পর দামেস্কে দূতাবাস চালু করেছে তুরস্ক।
সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক। দেশটি সিরিয়ার উত্তর-পশ্চিমে যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সেখানে স্বাধীনতাপন্থি সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করে। পাশাপাশি এইচটিএসের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখে। এই বিদ্রোহী গোষ্ঠীটি বাশার আল-আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here