চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার ফাইল ‘উধাও’

0
9

চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি সিডিএস (কেস ডকুমেন্টস) গায়েব হয়ে গেছে। সোমবার ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার পর গায়েবের বিষয়টি প্রকাশ্যে আসে।

আইনজীবীরা বলেছেন, এই মামলার নথিগুলো অপরাধ প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো গায়েব হলে ন্যায়বিচার মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, মহানগর পিপির অফিসটি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত, যা দায়রা জজের আদালত কক্ষ এবং অন্যান্য বিচারিক কক্ষের সংলগ্ন।

স্থান সঙ্কটের কারণে পিপির অফিসের বাইরের বারান্দায় হারিয়ে যাওয়া মামলার নথিগুলো প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করা হয়েছিল।

২৮ থেকে ৩০টি আদালতের এই নথিগুলো ২০২৩ সালের ২৪ এপ্রিল তারিখে সেখানে রাখা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের ছুটির সময় নথিগুলো হারিয়ে যেতে পারে।

এ ঘটনায় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এই ফাইলগুলো ছাড়া মামলা বিলম্বিত হতে পারে এমনকি মামলা ঝুঁকির মধ্যেও পড়তে পারে।

পিপি মফিজুল হক ভূঁইয়া এই নিখোঁজকে নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এটি কোনো তুচ্ছ বিষয় নয়। এই ফাইলগুলো অপসারণের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে। এছাড়া আসামিরা তাদের মামলায় অযাচিত সুবিধা অর্জনের জন্য এ কাজের পরিকল্পনা করে থাকতে পারে।’
সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here