যুক্তরাষ্ট্রে ২ দিনের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনা, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

0
2

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি আবাসিক এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক শিশু রোগী ও আরো পাঁচজনকে বহনকারী একটি মেডিক্যাল পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।

পেনসিলভানিয়া শহরের ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিমান দুর্ঘটনার ফলে সেখানকার বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

পরিবহন সচিব শন ডাফির মতে, বিমানটিতে কমপক্ষে ছয়জন ছিলেন।

এদিকে মেডিক্যাল বিমান কোম্পানি জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স এক বিবৃতিতে বলে, ‘আমরা জীবিতদের সংখ্যা নিশ্চিত করে বলতে পারছি না।’

প্রতিষ্ঠানটি আরো জানায়, শুক্রবার সন্ধ্যায় জেটটি একটি মেডিক্যাল পরিবহন মিশনে ছিল এবং এতে চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী ও রোগীর সহকারী ছিল।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ছোট বিমানটি বেশ কয়েকটি ভবন ও গাড়িতে আঘাত করার পর জরুরি পরিষেবাগুলো উদ্ধারকাজে তৎপর হয়। ওয়াশিংটন ডিসিতে বিমান দুর্ঘটনায় ৬৭ জনের প্রাণহানির ঠিক দু’দিন পর এ দুর্ঘটনা ঘটে।

সূত্র : বিবিসি ও দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here