খলিল ফুড ফাউন্ডেশন’র আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২৪ মে

0
9

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২৪ মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫’ । কুইন্সের ট্যারেস অন দ্য পার্কে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এই আয়োজনের মূল উদ্যোক্তা খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহ প্রতিষ্ঠান খলিল ফুড ও খলিল ফুড ফাউন্ডেশন। এর সাথে যুক্ত হয়েছে নিউইয়র্কের ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজ। আশা গ্রুপের সহ-প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া এলএলসি (সাপ্তাহিক সাদাকালো এবং এটিভি ইউএসএ) এই আয়োজনের অংশীদার হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অধীনে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং আয়োজনটির সফল বাস্তবায়ন নিশ্চিত করবে।

সমঝোতা স্মারক সই উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় জ্যামাইকার আশা পার্টি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন খলিল গ্রুপ অব ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান ও আশা গ্রুপ অব কোম্পানীজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। এ সময় তারা সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে কিং শেফ মো. খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে নিউইয়র্কে খলিল বিরিয়ানি হাউজ যাত্রা শুরু করে। আর অল্পসময়ের মধ্যেই আমাদের খাবার মানুষের পছন্দের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে।  যুক্তরাষ্ট্র জুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত খাবারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, স্থানীয় আমেরিকানসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছেও আমাদের খাবারসমূহ সমান জনপ্রিয়। খলিলুর রহমান বলেন, আমরা একটি বিশ্বমানের ইভেন্ট ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনে কাজ করে যাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে কারি রন্ধন শিল্প যেমন অন্য একটি উচ্চতায় যাবে, তেমনি বাংলাদেশের নামও হবে উজ্জ্বল। অত্যন্ত জমকালো ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই আয়োজন হবে। এতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শেষ ও প্রতিযোগীরা। ’আশা গ্রুপ এই উদ্যোগে যুক্ত হওয়ায় তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
আশা গ্রুপ অব কোম্পানীজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, ‘যেখানেই ভালো উদ্যোগ থাকবে, সেখানেই যুক্ত হবে আশা গ্রুপ। তিনি বলেন, ‘তার উদ্দেশ্য ব্যবসার পাশাপাশি সামাজিক নানা দায়িত্ব পালন করা। আশা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া এই আয়োজনে যুক্ত হয়েছে। বিশেষ করে সাপ্তাহিক সাদাকালো এবং এটিই ইউএসএ এই আয়োজনে অফিশিয়াল পার্টনার।’
আকাশ রহমান বলেন, ‘অসাধারণ একটি ইভেন্ট আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। যা এটিভি ইউএসএর মাধ্যমে বিশ্বব্যাপী মানুষ দেখতে পাবে।’ এই উদ্যোগে অংশিদার করায় তিনি খলিল গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।
এটিভি ইউএসএর স্টেশন চীফ শামীম আল আমিন ও সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এটর্নি রাজু মহাজন, কী/ম্যাক্স রিয়েলটির ফাউন্ডার মোহাম্মদ কবীর, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগের সম্পাদক শাহাব উদ্দিন সাগর, জাতীয় পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী তানভীর তারেক, গণমাধ্যম ব্যক্তিত্ব এজাজ খান স্বপন,  আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতোয়ারুল আলম, রুহুল আমিন সরকার, এউচ এম মতিন, আহসান হাবীব, আশরাফুজ্জামান আশরাফ,অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here