কুষ্টিয়ায় হাসানুল হক ইনুকে দু’টি হত্যা চেষ্টা মামলায় কারাগারে প্রেরণ

0
7

কুষ্টিয়ায় দু’টি হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি জাসদ সভাপতি ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে সদর আমুলী আদালত-১ এর বিচারক মাহমুদা সুলতানা।

রোববার (৯ মার্চ) দুপুর আড়াইটায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের হত্যার চেষ্টা ও ৫ আগস্ট শরিফুল ইসলামকে হত্যার চেষ্টায় মামলায় সশরীরে আদালতে হাজির হলে বিচারক এ রায় প্রদান করেন।

এ সময় আদালতের বাইরে থেকে জাসদ জেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তবে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের কারণে তাদের দূর থেকে হাসানুল হক ইনু শুভেচ্ছা জানান।

হাসানুল হক ইনুকে আজ আদালতে আনা হবে এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে বিপুল সংখ্যক জাসদের নেতাকর্মী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চত্বরে ভিড় করে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দুপুর ২টা ৩৩ মিনিটে ইনুকে বহন করা পিজন ভ্যান আদালতে পৌঁছায়। পুলিশ সেখান থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় কুষ্টিয়া সদর-১ আমুলি আদালতের এজলাসে দাঁড়ায়। মাত্র ৭ মিনিট এজলাসে থাকা অবস্থায় বিচারক তাকে দু’টি হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে এজলাস থেকে নামিয়ে তাকে পিজন ভ্যানে করে কুষ্টিয়া কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত চত্বর থেকে হত্যার চেষ্টা করা হয়েছিল। মাহমুদুর রহমান নিজেই কুষ্টিয়া আদালত চত্বরে উপস্থিত থেকে মামলাটি দায়ের করেন। এছাড়া ৫ আগস্ট শরিফুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের গুলিতে মারাত্মক আহত হন। পরবর্তীতে শরিফুল নিজে বাদী হয়ে হাসানুল হক ইনুকে আসামি করে কুষ্টিয়া থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, আজ রোববার কুষ্টিয়া আদালতে হাজির হওয়ার জন্য হাসানুল হক ইনুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শনিবার কুষ্টিয়া কারাগারে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here