নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র ইফতার অনুষ্ঠিত

0
5

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউ এস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  গতকাল ০৭ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটস সানাই রেষ্টুরেন্টে । সংগঠনের সভাপতি প্রফেসর সোলাইমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এর পরিচালনায় আরও উপস্থিত  ছিলেন উপদেস্টা লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডঃ শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু ,সাবেক সভাপতি ডঃ মোহাম্মদ কাসেম,সাবেক সভাপতি এমলাক হোসেন ফয়সল, সিনিয়র এলামনাই এনামুল হায়দার,ব্রিগেডিয়ার জেঃ (অব)তোফায়েল আহমদ ,সিনিয়র এলামনাই এডভোকেট খায়রুল বাশার, সিনিয়র সহসভাপতি আশিক মাহামুদ . সহ-সভাপতি বদরুল হক আজাদ ,শাখাওয়াত হোসেন স্বপন,নুরুল মোস্তফা রইসী , নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব সেক্রেটারি মোমিন মজুমদার, সিঃ সাংবাদিক কাজী শামসুল হক, ইন্জিনিয়ার আহসান মুন .শরিফুল ইসলাম পিন্টু, কাউসার সরদার, নুরুল আমিন,কমিউনিটি লীডার ও প্রবাসী বরিশাল বিভাগীয় কল‍্যান সমিতির সাঃসম্পাদক রুহল আমিন নাসির, তারিক চৌধুরী দিপু , মোহাম্মদ সোহেল রানা ফয়সাল আহমেদ  ।

দোয়া মাহফিলে সমগ্র মানব জাতির কল‍্যানে ও পবিত্র মাহে রমজানের বরকত যাতে সবার নসিব হয় এ জন‍্য্য দোয়া করা হয় ।আগামী ১৩ জুলাই রবিবার বেলমন্ট লেক স্টেট পার্ক এ সংগঠনের বার্ষিক বনভোজন ২০২৫ এ সকল এলামনাই এবং অতিথি বৃন্দকে উপস্থিত থাকার জন‍্য আহ্বান জানানো হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here