ভারতের চেয়ে বেশি বাংলাদেশের ভালো কেউ ভাবে না : জয়শঙ্কর

0
31

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুসে সরকার। এরপর থেকে ভারতের সাথে দেশটির সম্পর্ক তলানিতে। যদিও ‘বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএ-তে আছে।’

বুধবার (১০ এপ্রিল) এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

চিন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের ‘নৈকট্য’, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দিল্লির উপর চাপ, এমন অস্থির আবহে বিমস্টেক সম্মেলনের মাঝে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সপ্তাহে মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সীমান্তে অনুপ্রবেশ ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ করার প্রস্তাব দেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরও বার্তা দেয়া হয়েছে। অন্যদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানান ইউনুস।’

বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদি-ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শংকর জানান, ‘ঐতিহাসিক দিক থেকেই ভারতের সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে।’ এরপরেই জয়শংকর মন্তব্য করেন, ‘অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।’

এ সময় বাংলাদেশে গণতন্ত্রে ফিরবে, নির্বাচন হবে বলেও আশাবাদী বলে জানান জয়শংকর।

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here