আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।
যাতায়াত ব্যবস্থাতেও রাখা হয়েছে নতুনত্ব। মেলায় আসা-যাওয়ার সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মেলাটি শুরু হওয়ার কথা ছিল গত ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরে মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবার পূর্বাচলের বিসিএফইসিতে মেলার আয়োজন করা হয়।




