একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা পাচ্ছেন মুনাফা

0
6

সমালোচনা ও আমানতকারীদের বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে একীভূত করা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠির মাধ্যমে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জনকণ্ঠকে বলেন,
“২০২৪ ও ২০২৫ অর্থবছরের জন্য একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা মুনাফা পাবেন। আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পরিবর্তন আনা হয়েছে।”
তিনি জানান, দুই বছরের জন্য আমানতের ওপর ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার নির্দেশনা দিয়ে প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানায়, লোকসানের কারণে ২০২৪ ও ২০২৫ সালে এসব ব্যাংকের আমানতকারীদের কোনো মুনাফা দেওয়া হবে না। কেন্দ্রীয় ব্যাংক সে সিদ্ধান্তকে ‘হেয়ারকাট’ হিসেবে উল্লেখ করে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলেছিল, আন্তর্জাতিক ব্যাংকিং নীতি ও শরিয়াহ বিধান অনুযায়ী লোকসান হলে আমানতকারীদের মুনাফা দেওয়া যায় না।
আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর “সম্মিলিত ইসলামী ব্যাংক” নামে নতুন একটি ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।
পূর্ণাঙ্গ রাষ্ট্রায়ত্ত এই নতুন ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
এর আগে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, রেজোল্যুশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে আরও উল্লেখ ছিল, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের আমানত স্থিতির ভিত্তিতে হিসাব পুনর্নির্ধারণ করা হবে এবং ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য কোনো মুনাফা বিবেচনায় নেওয়া হবে না।
এই সিদ্ধান্ত অনুযায়ী আমানতের ওপর ‘হেয়ারকাট’ প্রযোজ্য হওয়ার কথা থাকায় শাখা পর্যায়ে আমানতকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন শাখায় বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। এমনকি পরিস্থিতির চাপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখা সাময়িকভাবে বন্ধ করে শাখা ব্যবস্থাপকরা প্রধান কার্যালয়ে চিঠি দেন।
এই প্রেক্ষাপটে এক সপ্তাহের মাথায় আগের সিদ্ধান্ত বাতিল করে আমানতকারীদের মুনাফা দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here