দেশে ২২ ক্যারেট স্বর্ণের দামে নতুন রেকর্ড!

0
14

বিশ্ব বাজারে স্বর্ণের দর বাড়ার প্রভাব দেশের বাজারেও দেখা দিয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরি ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এই নতুন দাম শনিবার (১৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে ২২ ক্যারেটের (পিওর গোল্ড) স্বর্ণের প্রতি ভরি দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। যা বুধবার ছিল ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা (আগের দিন ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা), ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা (আগের দিন ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা), এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা (আগের দিন ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা)।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই দাম সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here