পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা কত, কীভাবে কিনবেন?

0
32

মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত খরচ চালাতে সরকারিভাবে দেওয়া পরিবার সঞ্চয়পত্র এখনো বেশ জনপ্রিয়। সম্প্রতি সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দিয়েছিল, তবে তা স্থগিত করে আগের হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ক্রেতারা আগের মতোই মুনাফা পাবেন।

পরিবার সঞ্চয়পত্রে ৫ বছরের মেয়াদে ৭ লাখ টাকার কম বিনিয়োগের মুনাফার হার ১১.৯৩ শতাংশ, আর ৭ লাখ টাকার বেশি হলে হার ১১.৮০ শতাংশ।

এক লাখ টাকার বিনিয়োগে মুনাফা

৫ লাখ টাকার কম বিনিয়োগ করলে: প্রতি মাসে ৯৪৪ টাকা পাওয়া যায়, উৎসে কর কেটে হাতে আসে ৮৪৪ টাকা ৪৬ পয়সা।

৫ লাখ টাকার বেশি কিন্তু সাড়ে ৭ লাখ টাকার কম হলে: প্রতি মাসে নিট মুনাফা ৮৯৪ টাকা ৭৫ পয়সা।

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে: প্রতি মাসে হাতে মুনাফা ৮৮৫ টাকা।

মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছরের শেষে মূল টাকা ফেরত পাওয়া যায়। মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে বাকি অর্থ সরকার কর্তন করে ফেরত দেয়।

বিনিয়োগযোগ্য সীমা ও ক্রেতাদের যোগ্যতা

একজন ক্রেতা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। এটি মূলত নারীদের জন্য বিশেষায়িত সঞ্চয়পত্র, তবে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি পুরুষ ও নারীও কিনতে পারবেন।

কোথায় পাওয়া যায়

পরিবার সঞ্চয়পত্র কেনা ও ভাঙার জন্য জাতীয় সঞ্চয় ব্যুরো, বাণিজ্যিক ব্যাংকের শাখা এবং ডাকঘর সুবিধাজনক।

অন্যান্য সুবিধা

প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায়।

নমিনি বা মনোনীত পরিবর্তন যেকোনো সময় করা সম্ভব।

সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বিকল্প (ডুপ্লিকেট) সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

পরিবার সঞ্চয়পত্রের মূল্যমান: ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here