ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো হাজার টাকা

0
20

স্বর্ণের দাম বেড়েছে হাজার টাকা। এ দফায় প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার টাকা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এজন্যে দাম সমন্বয় করা হয়েছে।

মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে।

যদিও স্বর্ণের আমদানি খুবই কম। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আসে। কয়েক মাস ধরেই স্বর্ণ দাম উত্থান-পতনের মধ্যে রয়েছে।

গত ১৭ অক্টোবর দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here