লোকসানের দোহাইয়ে একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছরের মুনাফা বাতিল

0
15

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ ও ২০২৫— এই দুই বছরের জন্য সঞ্চিত আমানতের বিপরীতে কোনো প্রকার মুনাফা বা লাভ দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লোকসানের যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতের ওপর কার্যত ‘হেয়ারকাট’ হিসেবে কার্যকর হবে।

গত বুধবার সন্ধ্যায় একীভূত পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে পাঠানো পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ব্যাংক রেজোল্যুশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে আমানতের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সব আমানতের ওপর কোনো মুনাফা বিবেচনায় নেওয়া যাবে না। আমানত হিসাবের স্থিতি পুনর্নির্ধারণ করা হবে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তারিখে বিদ্যমান অবস্থানের ভিত্তিতে। এই প্রক্রিয়ায় আমানতের একটি অংশ কেটে রেখে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে, যাকে কেন্দ্রীয় ব্যাংক ‘হেয়ারকাট’ হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, একীভূত হওয়া সব ব্যাংকই শরিয়াহভিত্তিক হওয়ায় লাভ-লোকসান ভাগাভাগির নীতি অনুসরণ করা হচ্ছে। যেহেতু সংশ্লিষ্ট ব্যাংকগুলো লোকসানে রয়েছে, তাই আমানতকারীদের মুনাফা দেওয়া সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here