দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম আবার নেমেছে। একবারের মধ্যে ১ হাজার ৫০ টাকা হ্রাস পেয়েছে ভরি দামের হিসাব। নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে স্বর্ণের মূল্যে এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,২৬,৮০৬ টাকা
২১ ক্যারেট: ২,১৬,৪৮৪ টাকা
১৮ ক্যারেট: ১,৮৫,৫৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৪,৬৬৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রূপার দামও কমেছে। নতুন হিসাব অনুযায়ী,
২২ ক্যারেট রূপা: ৫,৫৪০ টাকা
২১ ক্যারেট রূপা: ৫,৩০৭ টাকা
১৮ ক্যারেট রূপা: ৪,৫৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
স্বর্ণ ও রূপার দাম হ্রাসের এই খবর বাজারে ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা হিসেবে ধরা হচ্ছে। যারা স্বর্ণ বা রূপায় বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এখন সুযোগের সময়।




