আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

0
15

রাজধানী ঢাকায় প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে মুখর থাকে জনজীবন। বৈঠক, আলোচনা সভা, দোয়া মাহফিল থেকে শুরু করে আন্দোলন ও সংবাদ সম্মেলন সব মিলিয়ে দিনের কর্মসূচিগুলো অনেক সময়ই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে, সেগুলো এক নজরে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত আরেকটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
জামায়াতে ইসলামীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদফতরের অধীন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অন্যদিকে, ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৩টায় গুলশানের ফেলানী অ্যাভিনিউতে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচি থেকে ফেলানী হত্যার ন্যায়বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের আধিপত্যবাদবিরোধী অবস্থানের পক্ষে আহ্বান জানানো হবে।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৩ দফা দাবির পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সদ্য মুক্তিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী জামিন পরবর্তী প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here