ডিসেম্বর মাসে টানা লম্বা ছুটি!

0
6

ডিসেম্বর এলেই ছুটির আমেজ, আর চলতি মাসে সেই সুযোগ আরও বড় পরিসরে পাচ্ছেন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। বড়দিন, বিজয় দিবস, শীতকালীন অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ডিসেম্বরের শেষভাগে তৈরি হচ্ছে দীর্ঘ ছুটির সুযোগ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে এখনো দুটি সাধারণ ছুটি রয়েছে। এর একটি ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস এবং অন্যটি ২৫ ডিসেম্বর, যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। বড়দিন বৃহস্পতিবার পড়ায় তার সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।

চলতি বছরের ছুটির তালিকায় মোট ১২ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ঘোষিত ছুটি রয়েছে ১৪ দিন।

প্রাথমিক বিদ্যালয়

তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিবসটি পালনের নির্দেশনা রয়েছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ২০২৫ সালের শেষ ছুটি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। তার আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকছে। এই ছুটি চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনাও রয়েছে।

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাদরাসা—স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে—ছুটি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। মাদরাসাগুলো খুলবে ২৮ ডিসেম্বর। এ সময়ের মধ্যেই দুই স্তরে বৃত্তি পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ

দেশের সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকছে। কলেজের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

সব মিলিয়ে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে দীর্ঘ ছুটির আবহ। পরীক্ষা, জাতীয় দিবস পালন ও শীতকালীন অবকাশ মিলিয়ে মাসের শেষভাগে শিক্ষা অঙ্গনে বিরাজ করছে স্বস্তির বিরতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here