জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আজ বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে । সেই সাথে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানাও করেছে। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবেন এই আদেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার ডেফালী বাড়ী গ্রামের আলাল উদ্দিনের ১৮ বছর বয়সী ছেলে মো. রিফাত হোসেন এবং গোপালপুর দামেশ্বর গ্রামের আব্দুল মান্নান আকন্দ বেলের ২৪ বছর বয়সী ছেলে মো. সাব্বির হোসেন আকন্দ ওরফে সেতু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক সাংবাদিকদের জানায়, বিগত ২৬ জানুয়ারী ২০১৮ রাতে দশম শ্রেণির ছাত্রী তার বাড়ির কাছে কেন্দুয়া দেওয়ানীপাড়া এলাকার মাদ্রাসা মাঠে বাৎসরিক ইসলামিক সম্মেলন ও ওয়াজ মাহফিল শোনার জন্য ইসলামিক সম্মেলন অনুষ্ঠানে যায়। সেখানে যেয়ে সে ক্ষুধার্তবোধ করায় রাত ১১টার দিকে ভাপা পিঠা খাবার কিনতে সভার বাহিরে রাস্তায় যায়। সেই সময় মোঃ সাব্বির হোসেন আকন্দ ও মোঃ রিফাত হোসেন তাকে জোর করে কাছের মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভিকটিমের মা মোছাঃ নাজমা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
পরে শিশু আদালত-১ (জেলা ও দায়রা জজ) এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৯জন সাক্ষির সাক্ষ গ্রহণ এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী/০৩) এর ৯(৩) ধারায় সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে তিন লক্ষ টাকা জরিমামানার আদেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল মান্নন।




