নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে ৯০ শতাংশ, যারা লাভবান হবেন

0
37

নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ বেতন বৃদ্ধির সুফল সবচেয়ে বেশি পাবেন বলে জানিয়েছে পে কমিশন সূত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার প্রেক্ষাপটে নবম পে স্কেলের সুপারিশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠলেও দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে প্রতিটি গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।

পে কমিশনের স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে নতুন পে স্কেল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

সবকিছু এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here