দেশ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় পার করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার এই বিশেষ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন যে, অনেক ত্যাগ, তিতিক্ষা ও কোরবানির বিনিময়ে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ও সংগঠন আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। বর্তমান সময়কে তিনি জাতীয় জীবনের জন্য এক ‘অতি গুরুত্বপূর্ণ বাঁক’ হিসেবে অভিহিত করেন। এই সন্ধিক্ষণে আবেগের বশবর্তী না হয়ে প্রতিটি পদক্ষেপে প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি গুরুত্বারোপ করেন।
জামায়াত আমির তাঁর পোস্টে বিশেষভাবে উল্লেখ করেছেন যে, এই সময়ে কারও প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ বা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কোনো উস্কানিতে পা না দিয়ে বা শৃঙ্খলার বাইরে গিয়ে যেন কেউ সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ না করে, সে বিষয়ে তিনি সতর্ক করে দেন।
এমন এক সময়ে ডা. শফিকুর রহমানের এই দিকনির্দেশনামূলক পোস্টটি এলো, যখন ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে জোটের ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমিরের এই আহ্বান মূলত দলীয় কর্মীদের সংযত রাখা এবং যেকোনো উস্কানি মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে পরবর্তী ধাপগুলো অতিক্রম করার একটি কৌশলগত বার্তা। তিনি আশা প্রকাশ করেন যে, জামায়াতের প্রতিটি স্তরের কর্মী এই নাজুক সময়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।




