ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এখনো নির্বাচনী প্রতীক বরাদ্দ না পাওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন।
গত ২১ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে কোনো প্রতীক দেওয়া হয়নি বলে জানা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি এখনো প্রতীকবিহীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন, আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। অথচ এখনো আমাকে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। আমার পছন্দের প্রতীক বাঘ ছাড়া আমি নির্বাচনে অংশ নেব না।
এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে উচ্চ আদালতে রিট দায়ের করেছে। ফলে বর্তমানে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাঘ প্রতীক কোনো প্রার্থীকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বাঘ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নিতে চাইলে তা বিবেচনা করা যেতে পারে।
তবে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বাঘ প্রতীক ব্যতীত অন্য কোনো প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানান।
এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




