আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলীয় চেয়ারম্যানের সফরসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে কথিত গোপন চুক্তির অভিযোগ খণ্ডন করার পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে চলা প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন।
জামায়াত নেতার তোলা ভারতের সঙ্গে গোপন চুক্তির অভিযোগকে ‘অজ্ঞতা অথবা রাজনৈতিক অপকৌশল’ হিসেবে অভিহিত করেছেন মাহদী আমিন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, এই দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই এবং কেউ তা উপস্থাপন করতে পারবে না। গণঅভ্যুত্থানের পর দেশে ইতিবাচক রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমানের মূল দর্শন হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষাই বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি।
তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ নিয়ে একটি প্রতারক চক্র অর্থ আদায় করছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি স্পষ্ট করে জানান, বিএনপি ক্ষমতায় গেলে এই কার্ডগুলো সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে বিতরণ করা হবে। বর্তমানে কেউ যদি এই কার্ডের নামে টাকা চায়, তবে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানান তিনি।




