মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল শুক্রবার রাতে ঈশ্বরদীর বাঘইল মল্লিক পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে জালসা বাস্তবায়ন ও মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আকমল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,বিশিষ্ট ব্যবসায়ী স্বপন হোসেন।
প্রধান বক্তা হিসেবে রুপগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ শেখ ফরিদ উদ্দিন সিরাজী, বিশেষ বক্তা হিসেবে ঢাকার যাত্রাবাড়ি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাযেল হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাযহারী ও পাকশী বায়তুল হামদ জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করেন । জালসা পরিচালনা করেন আল্লাহর দর্গা মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি জামিল মাহমুদ। জালসায় নিকটস্থ কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেন এবং জালসাকে ঘিরে বিভিন্ন পসরা সাজানো দোকানও বসানো হয় মসজিদ এলাকায়।




