দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব অভিযানে ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশ সূত্র জানায়, গত সাত দিনব্যাপী দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৩৯৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৫৭৪ কেজি মাছ, ২০ কেজি কাঁকড়া ও ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি। অভিযানের সময় নদী থেকে ২৬০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৯টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৭০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৩টি মৎস্য আইন, ১১টি বেপরোয়া গতি আইন, একটি অপমৃত্যু, একটি বালুমহাল, একটি অপহরণ, দুটি মাদক এবং একটি হত্যা মামলা। একই সময়ে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ আরও জানায়, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত কাঁকড়া পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।




