ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় মালবাহী একটি ট্রাক।
বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় ট্রাকচালক মো. ইউসুফ সর্দার (৬০) নিহত হন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ নম্বর গেট এলাকার বাসিন্দা ছিলেন।
কুমিরা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আল মামুন জানান, ট্রাক বিকৃত হয়ে যাওয়ায় চালককে বের করতে বাঁচার কোনো সুযোগ ছিল না। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।




