১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যা ১৮.৫০ মিনিটে হাসান নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, গাজিপুর জেলার কালিয়াকৈর থেকে একটি কাভার্ডভ্যান, ঢাকা মেট্রো-ট-১১-৬১৮০ চুরি করে নিয়ে গেছে। গাড়িতে সংযুক্ত জিপিএস ট্রাকারে তিনি দেখতে পারছিলেন গাড়িটি বর্তমানে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছে। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জাহিদুল ইসলাম এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই উদয় কুমার।
৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে হাটিকুমরুল হাইওয়ে থানার একটি টহলদল সার্জেন্ট মোঃ বাদশা আলম সংগীয় ফোর্সসহ ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা বাসষ্ট্যান্ড মোড়ে চেকপোস্ট করতে থাকে। গাড়ি চেক করা কালে ১৯.২০ মিনিটে চেকপোস্টে কাভার্ডভ্যানটি বেরিক্যাড দিয়ে আটক করা হয়। ঐ সময় চালক মোঃ আসাদুজ্জামান শাহেদ (৩০), পিতা- আবুল বাশার বাদশা, সাং-কিসমত নোয়াপাড়া, থানা কোতয়ালী, জেলা যশোর এবং চালকের হেলপার মোঃ হৃদয় হোসেন (২২), পিতা মোঃ হযরত আলী, সাং- আঙ্গারপাড়া, থানা ঝিকরগাছা, জেলা যশোরদ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে আসামী হেলপার হৃদয় হোসেন এর নিজ হেফাজতে থাকা একটি কালো স্কুল ব্যাগের ভিতরে খবরের কাগজে মোড়ানে অবস্থায় ৭৫(পচাত্তর) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়।
উদ্ধারকৃত কাভার্ডভ্যানের মালিক এসএম তরিকুল হাসান, পিতা মৃত এসএম জামাল উদ্দিন, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা কে উদ্ধার সংক্রান্তে বিষয়ে অবগত করা হয়েছে এবং আইনী প্রক্রিয়ায় গাড়িটি হস্তান্তর করা হবে। এই সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।




