মান-অভিমান কাটল, ফের বক্স অফিসের প্রিয় জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। ২০২৫ সালের বাংলা ছবির অন্যতম হিট ‘ধুমকেতু’-র মুক্তির পর তাদের মাঝে চলা দূরত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ অনেক ভক্তকে কৌতূহলবশত উদ্বিগ্ন করেছিল। এবার সেই সব কষ্ট ভুলে, ফের একসাথে কাজের খবর মিলেছে যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। এই দৃশ্য জুটি পুনর্মিলনের গুঞ্জনকে আরও প্রমাণস্বরূপ শক্ত করেছে।
এখনও পর্যন্ত নতুন সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল ছবির ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, রোম্যান্স এবং অ্যাকশনের সমন্বয় থাকায় দর্শকরা বড় পর্দায় তাদের জুটি দেখতে আগ্রহী।
আগে একাধিক সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী প্রকাশ করেছিলেন, প্রয়োজন হলে তারা ভবিষ্যতেও আবার জুটি বাঁধতে পারেন। এই খবর ভক্তদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশার ঢেউ সৃষ্টি করেছে।
দেব-শুভশ্রী জুটি বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে বহু দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘ সময় তাদেরকে একসাথে দেখা যায়নি। এবার ফেরার এই খবর নতুন আলো ও উত্তেজনা নিয়ে এসেছে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য।




