আবারও বিচারক পূর্ণিমা

0
14
আবারও বিচারক পূর্ণিমা
আবারও বিচারক পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা, অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত।
অভিনেত্রী হিসেবে পূর্ণিমার আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও এই অভিনত্রী অনেকদিন অভিনয় থেকে দূরে। কবে তিনি অভিনয়ে ফিরবেন, সেটিও অজানা।
তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিনি। মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হয়েছে।
কয়েক মাস ধরে এর প্রচার শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’
বলা প্রয়োজন, পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here