আমাদের প্রেম জ্ঞানের মতো গভীর হোক: অভিনেত্রী অর্ষা

0
33
আমাদের প্রেম জ্ঞানের মতো গভীর হোক: অভিনেত্রী অর্ষা
আমাদের প্রেম জ্ঞানের মতো গভীর হোক: অভিনেত্রী অর্ষা

অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন অর্ষা।

স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন অর্ষা। এ ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, “প্রিয় স্বামী, আমরা একসাথে আরো অনেক সুন্দর বছর কাটাতে পারি। আমাদের ভালোবাসা পাহাড়ের মতো উঁচু এবং জ্ঞানের মতো গভীর হোক। শুভ বিবাহবার্ষিকী।”

অর্ষার এই পোস্টের কমেন্টবক্স তার সহকর্মী শিল্পীদের ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তানিয়া বৃষ্টি, আইরিন সুলতানা, অভিনেতা রাশেদ মামুন অপু, শ্যামল মাওলা প্রমুখ।

২০২৩ সালের ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন অর্ষা। একইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবিও শেয়ার করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here