কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

0
9
কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা
কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। গত ৩০ জুলাই (বুধবার) শান্তাকে কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, শান্তার কাছ থেকে দুটি ভারতীয় আধার কার্ড, একটি ভোটার আইডি, এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডেন্টিটি কার্ড-ও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসা করতে গিয়েই পুলিশের সন্দেহের তালিকায় আসেন শান্তা। তিনি ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে বাস করছিলেন।

সম্প্রতি ঠাকুরপুর থানায় শান্তা নিজেই একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানে তিনি ভিন্ন এক ঠিকানা ব্যবহার করেন। তদন্তে দেখা যায়, তিনি একাধিক সময় ঠিকানা ও পরিচয় পরিবর্তন করে থাকতেন।

তদন্তকারীরা জানিয়েছেন, শান্তা ভারতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে, তার পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here