ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক: ইরফান সাজ্জাদ

0
18
ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক: ইরফান সাজ্জাদ
ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক: ইরফান সাজ্জাদ

অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। যা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

স্ট্যাটাসে ইরফান লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক। আর ক্ষমতায় গেলে সবাই…! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।’

এই লেখার সঙ্গে তিনি একটি রাগান্বিত ইমোজিও যুক্ত করেন, যা স্ট্যাটাসটির আবেগ আরও জোরালো করে তোলে।

পোস্টটি দেখে অনেকেই বুঝতে পারেন, এটি সাম্প্রতিক কোনো ঘটনার প্রেক্ষাপটে লেখা। কেউ কেউ মন্তব্যে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেন। তবে কিছু সময় পর রহস্য ফাঁস করেন ইরফান।

তিনি মন্তব্যে লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই… পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে।’

সঙ্গে যোগ করেন ‘হা হা’ প্রতিক্রিয়া, যা বোঝায় যে কথাটি রসিকতার ছলে বলা হলেও এতে রয়েছে গভীর ইঙ্গিত।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৩১ শিক্ষার্থী ও শিক্ষকের। আর শতাধিক আহত হয়ে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা তথ্য ও স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ইরফান সাজ্জাদের স্ট্যাটাসটিও সেই আবেগ ও প্রতিবাদেরই একটি রূপ বলে মনে করছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here