গোপনে বিয়ে সেরেছিলেন সালমান ঐশ্বরিয়া!

0
115

৫৮ বছর বয়সি বলিউড অভিনেতা সালমান খানের বয়সটা ঢের হলেও বিয়ে নিয়ে ভাইজানের কোনো ভ্রুক্ষেপ নেই। তবে সালমানের বিয়ে করার আগ্রহ না থাকলেও প্রেমে জড়িয়েছেন ইন্ডাস্ট্রির বহু নারীর সঙ্গে। সালমানের এ প্রেমের ক্যারিয়ারে একবার গুঞ্জন ছড়ায়- গোপনে সালমান খানের সঙ্গে বিয়ে সেরেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এক সময় এ দুই তারকার সম্পর্ক ছিল বলিউডের আলোচনার কেন্দ্রে। ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার। এর পরই খবর রটে যায়, তারকাযুগল নাকি গোপনে বিয়ে সেরেছেন। এমনকি ঐশ্বরিয়ার ধর্মান্তরের কথাও রটে যায় বিটাউনে। গুঞ্জন ছড়ায় লোনাভালার এক বিলাসবহুল বাংলোতে বসে সালমান ও ঐশ্বরিয়া বিয়ের আসর। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব। তবে এ সম্পর্কে মোটেই সম্মতি ছিল না প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা-মায়ের। তাই তারা নাকি এ বিয়েতে অনুপস্থিত ছিলেন।

বিয়েতেই শেষ নয়। সালমান ও ঐশ্বরিয়া নিউইয়র্কে হানিমুন করতে গিয়েছিলেন বলেও খবর রটে গিয়েছিল। তবে এ ঘটনাগুলোর সত্যতা কখনোই প্রকাশ্যে আসেনি। গুঞ্জন হিসেবেই থেকে গেছে সালমান ও ঐশ্বরিয়ার বিয়ের খবর। এক সাক্ষাৎকারে এ বিষয়ে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হলে- সবটাই মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি। ২০০২ সালে সম্পর্কে ইতি টেনেছিলেন ঐশ্বরিয়া ও সালমান। তবে সেই বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। বিচ্ছেদের পর দুজনের মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে যায়। এর পর আর কখনো একসঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া ও সালমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here