‘জলের গান’ একক গানের আসর আজ

0
6
‘জলের গান’ একক গানের আসর আজ
‘জলের গান’ একক গানের আসর আজ

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে দেশের শ্রোতাপ্রিয় গানের দল ‘জলের গান’। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে এ গানের আসর বসবে। জানা যায়, অনুষ্ঠানটির আয়োজক জলের গান ও ক?্যাফে ভিনটেজ। তবে এরইমধ্যে এই আয়োজনের সব টিকিট শেষ হয়ে গেছে। এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার বর্ষা, বৃষ্টির সুর আর হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই বিশেষ পরিবেশনা হবে প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্পে ভরপুর। নতুন ও পুরনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভিন্ন আবেগময় সঙ্গীতযাত্রায় নিয়ে যাবে জলের গান। ‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা, ‘এমন যদি হতোসহ আরও কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে জলের গান। ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করে দর্শক মহলে নিজেদের প্রতিষ্ঠিত করে জলের গান। সবশেষ ২০১৯ সালে তারা প্রকাশ করে ‘নয়ন জলের গান’ শিরোনামে তৃতীয় অ্যালবাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here