জামিলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন

0
12
জামিলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন
জামিলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন

চলতি বছর বিয়ে করেছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান অভিনেত্রী। তিনি বলেন, আম্মু আগে বলতো যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দিবে না বা আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে দিবে না।

তিনি আরো বলেন, নোয়াখালীতে গিয়ে আমার বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না! পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না- এমন কথা বলেছে। আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে তবে পৈত্রিকসূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে। প্রসঙ্গত, স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here