জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের গুঞ্জন

0
14
জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের গুঞ্জন
জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের গুঞ্জন

একজন ছিলেন এক সময়কার বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, অন্যজন বিশ্বের নমকরা পপ তারকা। জাস্টিন ট্রুডো ও কেটি পেরি-দুই মহাতারকার নাম পাশাপাশি উচ্চারিত হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি মন্ট্রিয়লের এক বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের ঘনিষ্ঠ সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে এই দুই তারকার ‘সম্পর্ক’।

সোমবার কানাডার মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে দেখা গেছে মার্কিন গায়িকা কেটি পেরিকে। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এর আগেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি।

প্রসঙ্গত, গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

এদিকে জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। তাঁরা জানান, এটি ছিল পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া শান্তিপূর্ণ সিদ্ধান্ত। এই দম্পতির তিন সন্তান রয়েছে-১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েন।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের সময় ইনস্টাগ্রামে ইংরেজি ও ফরাসি দুই ভাষায় একটি পোস্টে ট্রুডো লেখেন, ‘সোফি ও আমি আপনাদের জানাতে চাই যে বহু গভীর ও কঠিন আলাপের পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here