জীবনের এক বড় অধ্যায়ের সমাপ্তি, যে কষ্টে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন

0
7

বহু বছরের শ্রেষ্ঠ যাত্রার সমাপ্তিতে আবেগে ভেঙে পড়লেন সঞ্চালক অমিতাভ বচ্চন।শুক্রবার রাত ৯টায় শেষ হলো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সিজন ১৭-এর গ্র্যান্ড ফিনাল। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই শো তাঁর জীবনের এক বিশাল অধ্যায়ের অংশ, এবং এই সাফল্যের পেছনে দর্শকরা ছিলেন তাঁর সবচেয়ে বড় সহায়ক।
ফিনালের শুরুতেই সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলার সময় বিগ বি আবেগ সামলাতে না পেরে বলেন, “কখনও কখনও এমন মুহূর্ত আসে, যা এত গভীরভাবে অনুভব করা হয় যে মনে হয়, ঠিক এখনই সব শুরু হয়েছিল। অথচ, তা এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনারা সঙ্গে থাকলে এই খেলাটাই সম্ভব, আর এই খেলাই আমাকে জীবনের অনেক অভিজ্ঞতা দিয়েছে। আপনাদের সঙ্গে কাটানো সময় আমার জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি, এবং এটা আমার জন্য এক বিশাল সৌভাগ্যের বিষয়।”
তিনি আরও যোগ করেন, “আমি যখনই মন থেকে বলেছি, ‘আমি আসছি’, আপনারা আমাকে উষ্ণভাবে গ্রহণ করেছেন। আমি হাসলে আপনারাও হেসেছেন, আমি কাঁদলে আপনার চোখও ভিজেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। শুধু এটুকুই বলতে চাই, আপনারা থাকলে এই খেলা আছে, আর এই খেলা থাকলে আমি আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।”
অমিতাভের এই আবেগঘন বক্তব্যে স্টুডিওজুড়ে করতালি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে দর্শকরাও আবেগে ভাসছেন। কেউ লিখেছেন, “কত দিনের সঙ্গী ছিলাম আমরা”, আরেক জনের মন্তব্য, “সিজন ১৮-এর জন্য অধীর অপেক্ষা”, কেউ আবার লিখেছেন, “আপনি আছেন বলেই আমরা আছি”। অনেক অনুরাগীর আশা, ২০২৬ সালে ফের দেখা হবে।
এই মরশুমে কেবিসি-এর মঞ্চে অতিথি হিসেবে হাজির হন মনোজ বাজপেয়ী, জয়দীপ আহলাওয়াত, ফারহান আখতার, জাভেদ আখতার, কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে, অমিতাভ বচ্চনের নাতি-নাতনি অগস্ত্য নন্দা ও নব্যা নন্দা এবং আরও অনেকে। আবেগ, জ্ঞান ও অনুপ্রেরণার মেলবন্ধনে শেষ হলো সিজন ১৭। দীর্ঘ দিনের এই যাত্রা শেষ হলেও, অমিতাভ বচ্চনের নতুন অধ্যায়ের অপেক্ষা এখন নতুন উদ্দীপনায় শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here