দুই বিবাহ ভাঙার পর আবার প্রেম! নতুন প্রেম নিয়ে খুলে বললেন আমির খান

0
50

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও নতুন প্রেমে পড়েছেন—এ খবর এখন ইন্ডাস্ট্রিজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। দুইটি বৈবাহিক সম্পর্ক ভাঙার পর এবার অভিনেতার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছেন গৌরী স্প্র্যাট। বর্তমানে প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তাকে সঙ্গে নিয়েই দেখা যাচ্ছে আমিরকে। তবে নতুন প্রেমে ডুবলেও, প্রাক্তন দুই স্ত্রীকে ভুলে যাননি তিনি।

১৯৮৬ সালে আমির প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। ১৬ বছরের দাম্পত্যে তারা দুই সন্তানের অভিভাবকও হন। রিনাকে স্মরণ করে আমির বলেছেন, তার বেড়ে ওঠার বড় অংশ জুড়ে ছিলেন রিনা, এবং আজও তার প্রতি শ্রদ্ধা অপরিবর্তিত। তবে ২০০২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর গুঞ্জন ওঠে—কিরণ রাও’র প্রেমে নাকি পড়েছেন আমির। যদিও কিরণ কখনোই তা স্বীকার করেননি। পরে ২০০৫ সালে তাদের বিয়ে হয়। প্রায় ১৫ বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবুও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে আগের মতোই। আমিরের ভাষায়, স্বামী–স্ত্রীর সম্পর্ক না থাকলেও বন্ধুত্বে কোনো দূরত্ব আসেনি।

দুটি দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমির ভেবেছিলেন, জীবনে আর প্রেম আসবে না। কিন্তু কঠিন সেই সময়ে শান্তি ও স্থিরতা নিয়ে তার জীবনে আসেন গৌরী স্প্র্যাট। আমির জানিয়েছেন, যখন তিনি ভাবছিলেন ভালোবাসা আর ফিরে আসবে না, ঠিক তখনই গৌরী তাকে নতুন আশ্বাস ও প্রশান্তি দেন।

শেষে আমির বলেন, রিনা, কিরণ ও গৌরী—তিনজনই তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পরিবারের মানুষদের নিয়ে এখন তারা এক ধরনের বৃহৎ পরিবার হয়ে উঠেছেন। আমিরের কথায়, ‘আমি, রিনা, কিরণ, তাদের বাবা–মা, আমার পরিবার আর গৌরী—আমরা সবাই মিলে এখন এক বড় পরিবার, আর আমাদের সম্পর্ক দারুণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here