দেব-শুভশ্রীর বিয়ে হলে মন্দ হতো না: রাজ চক্রবর্তী

0
10

এক সময় টালিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে দেব ও শুভশ্রী ছিলেন অন্যতম। দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্ক ভেঙে গেলেও, পর্দার জুটি হিসেবে তাদের জনপ্রিয়তা আজও অটুট। এখন দেব অবিবাহিত থাকলেও, শুভশ্রী সংসার বেঁধে দুটি সন্তানের মা; তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।
দূরদৃষ্টি বলছে, দেব–শুভশ্রী সম্পর্কের সূচনা হয়েছিল পরিচালক রাজের ছবিতে কাজের সময়। সেই রাজকেই পরবর্তীতে জীবনের সঙ্গী হিসেবে বেছে নেন শুভশ্রী। বিয়ে ও পরিবারিক জীবনের মধ্যেও রাজ–শুভশ্রী জুটি টালিউডে সমানভাবে আলোচনায় রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী অকপটভাবে বলেন, তিনি দেব–শুভশ্রীর প্রেমের সময়কাল কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা স্মরণ করে রাজ বলেন, “এক সময় মনে হয়েছিল, দেব ও শুভশ্রীর বিয়ে হলে হয়তো ভালোই হতো। তবে জীবনের বাস্তবতা অন্যভাবে সাজানো ছিল।” রাজ আরও যোগ করেন, শুভশ্রী যেমন তার জীবনে এসেছে, ঠিক তেমনই তিনি ছিলেন শুভশ্রীর জীবনের জন্য নির্ধারিত।
রাজ নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দেবকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা প্রশংসা করেছেন রাজের পরিণত ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য, যা স্ত্রী ও অতীত সম্পর্কের প্রতি সচেতন ও পরিপক্ক মনোভাবের প্রতিফলন।
এদিকে, দেব ও শুভশ্রী আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। ‘ধূমকেতু’ ছবির সাফল্যের পর, তারা দেবের ৫১তম চলচ্চিত্র ‘দেশু ৭’-এ একসঙ্গে কাজ করবেন। সম্প্রতি ফেসবুক লাইভে নিজেদের মুখেই এই খবর নিশ্চিত করেছেন তারা।
রাজের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী-রাজ দম্পতিকে ঘিরে প্রশংসার বন্যা বইছে। অনেকে মনে করছেন, তাদের দাম্পত্য জীবনের স্থিতিশীলতা ও গভীর বিশ্বাস রাজের কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। শুভশ্রীও বিভিন্ন সময়ে জানিয়েছেন, রাজের সঙ্গেই তিনি জীবনের কাঙ্ক্ষিত নিশ্চয়তা ও শান্তি খুঁজে পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here