নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

0
4
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

তাণ্ডব’ মুক্তির পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলছিল নানা গুঞ্জন। নির্মাতাদের তালিকায় রায়হান রাফী, মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।  নির্মাতা হিসেবে বেছে নিলেন আবু হায়াত মাহমুদকে। অ্যাকশন ঘরানার এই সিনেমা ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। সে সময় নায়কের নাম ঘোষণা না দিলেও গুঞ্জন শোনা গিয়েছিল, এতে অভিনয় করবেন মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ। কয়েক দিন ধরে নতুন গুঞ্জন ছড়ায়, নব্বইয়ের দশকের অপরাধজগতের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। গুঞ্জন সত্যি হলো। গত ২ জুলাই আবু হায়াত মাহমুদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তবে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নয়, তাঁকে দেখা যাবে ভিন্ন গল্পের এক সিনেমায়। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নির্মাতা।

আবু হায়াত মাহমুদ জানান, নতুন এই সিনেমার সঙ্গে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার কোনো সম্পর্ক নাই। নতুন গল্পের কোনো মিলও থাকবে না। ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে এটি। অ্যাকশনের সঙ্গে এ সিনেমায় একটি মানবিক গল্প থাকবে বলে জানান নির্মাতা।

জানা গেছে আগামী অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। এখন চলছে অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্তের কাজ। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here