নায়িকা থেকে গায়িকার পথে

0
7
নায়িকা থেকে গায়িকার পথে
নায়িকা থেকে গায়িকার পথে

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও সরব থাকেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পেয়েছে তার প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সেসময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনো প্রকাশ পায়নি সেই গান।

সম্প্রতি এক অনুষ্ঠানে গান প্রকাশের দেরি হওয়ার কারণ, সেই সঙ্গে গান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান ফারিয়া। গান প্রকাশের বিলম্ব হওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, ‘আসলে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটি ভালো কাজ হয়। তাই একটু সময়ে লেগে যায় গান প্রকাশের ক্ষেত্রে। আর আমি তো শুধু গান প্রকাশ করি না, একটা মিউজিক ভিডিও তৈরি করি। দর্শকের কাছে যেন একটু ভিন্ন রকম লাগে। এ কারণেই দেরি হচ্ছে। নতুন বেশ কয়েকটি গান রেডি করা আছে। ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে। ভবিষ্যতে নিজের পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করার ইচ্ছা আছে। পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর কী হয়।’

গানের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ততা বাড়ছে এই অভিনেত্রীর। এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে ফারিয়ার। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ঢালিউডের পাশাপাশি টালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। তবে কয়েক বছর ধরে সেই ইন্ডাস্ট্রির কোনো কাজে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করছি না, বেশ কয়েক বছর হয়ে গেছে। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা, ট্রাভেল সব কিছু মিলিয়েই এখন ওখানে কাজ করা কঠিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here