প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

0
19
প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান
প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার। খবর বিবিসি’র।
৫৯ বছর বয়সী শাহরুখকে এবার বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রিটিদের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই তালিকায় আর্নল্ড শোয়ার্জেনেগার, গায়িকা রিহানা, গলফার টাইগার উডস এবং গায়িকা টেইলর সুইফটও আছেন।
বলিউডের ‘রোমান্স কিং’ হিসেবে খ্যাত শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন। অভিনেতা থেকে প্রযোজনা সংস্থার মালিক এবং ক্রিকেট দলের মালিক হওয়া পর্যন্ত তিনি নিজেকে অনেকভাবে প্রতিষ্ঠিত করেছেন।
হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন, ‘শাহরুখের বিলিয়নিয়ার হওয়ার মূল কারণ হলো তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল ক্রিকেট দল নাইট রাইডারসের মালিকানা।’ এছাড়া চলচ্চিত্র, বিজ্ঞাপন ও বিশ্বজুড়ে সম্পত্তিতে বিনিয়োগও তার আয়ের প্রধান উৎস।
তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা, অভিনেতা হৃত্বিক রোশন ও অমিতাভ বচ্চন এবং চলচ্চিত্র পরিচালক করণ জোহর। জুহি চাওলা ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৮৮০ মিলিয়ন ডলার। হৃত্বিক রোশন ২৬০ মিলিয়ন, করণ জোহর প্রায় ২০০ মিলিয়ন, আর অমিতাভ বচ্চন ও তার পরিবারের সম্পদ প্রায় ১৮৩ মিলিয়ন ডলার সম্পদের মালিক।
শাহরুখ খানের বিলিয়নিয়ার হওয়া ভারতের অর্থনীতির নতুন ধারা প্রতিফলিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন বিনিয়োগ ও সেলিব্রিটি-নির্ভর ব্যবসা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তি।
শাহরুখ খানের এ সফলতা প্রমাণ করে, কেবল অভিনয় নয়, সৃজনশীল উদ্যোগ ও ব্যবসায়ও বড় সম্পদ গড়ার পথ খুলে দেয়।
হুরুন ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, ভারতের মোট ধনীর সংখ্যা এবার ৩৫০-এর বেশি ছাড়িয়েছে। শীর্ষ দুই স্থানে অবস্থান ধরে রেখেছেন ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here