প্রিয়ামনির উপলব্ধি

0
16

দক্ষিণ ভারতের প্রায় সব ভাষায় কাজ করেছেন অভিনেত্রী প্রিয়ামনি। সম্প্রতি বলিউডেও তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ। ‘জওয়ান’, ‘আর্টিকেল- ৩৭০’র পর অ্যামাজন প্রাইম ভিডিও’র জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাকে এনে দিয়েছে সর্বভারতীয় পরিচিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও শিল্পী জীবনের নানা দিক নিয়ে কথা বলেন প্রিয়ামনি। তিনি বলেন, এই পেশায় রাতারাতি সাফল্য আসে না।

পরিশ্রম, প্রত্যাখ্যান আর সংগ্রামের মধ্যদিয়েই এগোতে হয়। এখন ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব পাচ্ছি- এটাই সবচেয়ে আনন্দের। আর সবচেয়ে তৃপ্তির বিষয় হলো, এখন আমি আমার প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছি। দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের কাজের ধরন তুলনা করে অভিনেত্রী জানান, কাজের কাঠামো প্রায় একই হলেও সময় ব্যবস্থাপনায় রয়েছে পার্থক্য।

তিনি বলেন, দক্ষিণে শৃঙ্খলা বেশি। এই শৃঙ্খলাই আমার সাফল্য বলে মনে করি। আমরা খুব ভোরে কাজ শুরু করি। তামিল, তেলেগু, কন্নড় ইন্ডাস্ট্রিতে ১২ ঘণ্টার শিফট স্বাভাবিক। মালয়ালম ছবিতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করাটাই নিয়ম। প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডে নিজের অবস্থান এখন বেশ দৃঢ় বলে মনে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মুম্বই তার কর্মজীবনের প্রধান ঠিকানা। তবে বেঙ্গালুরুর সঙ্গে আবেগের সম্পর্ক আজও অটুট প্রিয়ামনির।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here