বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান

0
17

ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর কিছুটা নীরব থাকলেও এবার ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন নতুন এক চমক। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তাহসান—তবে অভিনয়ে নয়, উপস্থাপকের ভূমিকায়।

জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের সঞ্চালক হিসেবে ফিরছেন তাহসান খান। শিগগিরই অনুষ্ঠানটির নতুন মৌসুম সম্প্রচারের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সিজনে তাহসানের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ইতিবাচক সাড়া বিবেচনায় রেখেই দ্বিতীয় সিজনেও তাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তাহসান বলেন, এবারের আয়োজন সত্যিই বেশ উপভোগ্য হতে যাচ্ছে। বড় পরিসরে নির্মিত এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্ন তৈরির জন্য সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে প্রশ্ন ও উত্তর—দুটোই হয়েছে আরও বৈচিত্র্যময়, মজার এবং চমকপ্রদ।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছে বঙ্গ। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় এবারের আয়োজন পেয়েছে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ রূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here